আয়ে এগিয়ে ‘পল্টন’
গত শুক্রবার বলিউডে নির্মিত ‘লায়লা মজনু’, ‘পল্টন’, ‘গলি গুলাইয়াঁ’ এবং ‘হালকা’ ফিল্মগুলো মুক্তি পেয়েছে। এর মধ্যে আয়ে এগিয়ে আছে ‘পল্টন’ আর প্রশংসিত হয়েছে ‘গলি গুলাইয়াঁ’। জে পি দত্ত পরিচালিত ওয়ার ফিল্ম ‘পল্টন’-এ অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, অর্জুন রামপাল, সোনু সুদ, গুরমিত চৌধারি, হর্ষবর্ধন রানে, এশা গুপ্ত, সোনাল চৌহান দীপিকা কাকার এবং মোনিকা গিল। ফিল্মটি সপ্তাহান্ত পর্যন্ত আয় করেছে ৫ কোটি রুপি। সাজিদ আলি পরিচালিত রোমান্স ড্রামা ‘লায়লা মজনু’তে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, অবিনাশ তিওয়ারি, সুমিত কওল, মির সারোয়ার,রুচিকা কাপুর এবং...