Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৬ দিন পরও পরিচয় মেলেনি

| প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : পার্বতীপুরে এক অজ্ঞাতনামা হতভাগা বৃদ্ধার (৭০) একমাস তিন দিন অতিবাহিত হওয়ার পরও অজ্ঞাতনামা বৃদ্ধার নাম ও স্বজনদের খুঁজে পাচ্ছে না পুলিশ। গত ৯ সেপ্টেম্বর ১১.১০ মিনিটের সময় পার্বতীপুর জিআরপি থানার এম এ হালিম কং তিনি অজ্ঞাতনামা হতভাগা বৃদ্ধাকে সরকারি হাসপাতালে ভর্তি করেন। রেজি নম্বর-৭৯৪৯, বেড নম্বর- পুরুষ এক্সট্রা। চিকিৎসাধীন অবস্থায় গত ১২ সেপ্টেম্বর অজ্ঞাতনামা বৃদ্ধা (৭০) মারা যান। চিকিৎসক ডা. রায়হান সার্বিক দায়িত্ব পালন করেন। মারা যাওয়ার পর বৃদ্ধাকে দিনাজপুর মর্গে নেয়ার পর পোস্টমর্টেম করার পর দিনাজপুর আন্জুমান মফিদুলের কাছে লাশ হস্তান্তর করলে তারা দাফনকার্য সম্পন্ন করেন। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় গত ১২ সেপ্টেম্বর একটি ইউডি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ