Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মা ইলিশ

| প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মা ইলিশ। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে আড়াইহাজার উপজেলার মেঘনা নদীতে অবাধে মা-ইলিশ নিধন করা হচ্ছে। আর এই মাছ বিক্রির জন্য উপজেলার বিভিন্ন এলাকাতে ৫টি স্থানে বসানো হয়েছে অস্থায়ী মাছের হাট। ভোর থেকে গভীর রাত পর্যন্ত এসব হাটে ঝাঁকে ঝাঁকে ইলিশ বিক্রি হচ্ছে।
গতকাল সরেজমিনে ঘুরে দেখা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা, বিশনন্দী, ফেরীঘাট, টেটিয়া এলাকার মেঘনা নদী ও খাগকান্দা ইউনিয়নের বিভিন্ন গ্রামের জেলেরা রাতে আধাঁরে নৌকা দিয়ে মা ইলিশ নিধণ করছে। তাদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ডিমওয়ালা ইলিশ। প্রতিটি জালে মাত্র এক ঘণ্টার ব্যবধানে ধরা পড়ছে ৮ থেকে ১০ হাজার টাকার মা-ইলিশ। সবচেয়ে বেশী হচ্ছে বিশনন্দী ফেরীঘাটে। ফেরীঘাটে প্রকাশ্যে ইলিশ বিক্রি করে সরকারী আইনকে তোয়াক্কা করছে না জেলেরা। স্থানীয় প্রশাসনের কর্তব্য পালনের অবহেলার অভিযোগ রয়েছে। তাছাড়া ও জেলেদের সহযোগিতা করছে প্রভাবশালী মহল। দয়াকান্দাতে রাত ৮টার পর শুরু হয় ইলিশ বিক্রি, চলে সারা রাত। বিশনন্দী বাজারে শুরু হয় সন্ধ্যার পরপরই। আর ফেরীঘাটে বিক্রি হয় প্রকাশ্যে।
আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার (অতিরিক্ত দায়িত্ব) বলেন, আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আমরা চলে এলে জেলেরা এই কাজ করছে। তবে আমাদের অভিযান অব্যাহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ