Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ৩৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ৫:২৯ পিএম

রাজধানীর চকবাজারের চক মোগলটুলী ও ছোট কাঠরা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় ৩৫ কোটি ৪০ লাখ টাকার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো রোববার দুপুরে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের উপস্থিতিতে পুড়িয়ে নষ্ট করা হয়। নারায়ণগঞ্জের কোস্টগার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ, বিএনের তত্ত্বাবধানে টিম লিডার লেফটেন্যান্ট সাখাওয়াত কবির, বিএনভিআর ও সাব-লেফটেন্যান্ট এম এম আসিফ, বিএনের নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল এই অভিযান চালায়।
কোস্টগার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বলেন, আগামী দিনগুলোতেও জেলা মৎস্য দপ্তরের সহায়তায় বাংলাদেশ কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ