Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশ্রয় কেন্দ্রে নির্মিত মসজিদ অক্ষত রাখার দায়িত্ব সরকারের

| প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:৫৯ এএম

রোহিঙ্গা মুসলমানদের ধর্মান্তরিত করার এনজিও
অপতৎপরতা সরকারকে রোধ করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
স্টাফ রিপোর্টার: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে নেতৃবৃন্দ বলেছেন মায়ানমার থেকে এসে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গা মুসলমানদেরকে ধর্মান্তরিত করে খৃষ্টান বানানোর জন্য বিভিন্ন এনজিওরা অপতৎপরতা চালাচ্ছে। সেবার আড়ালে কোন এনজিও সংস্থা যাতে রোহিঙ্গা মুসলমানদেরকে ধর্মান্তরিত করতে না পারে সেদিকে সরকারকে কঠোর নজর রাখতে হবে। রোহিঙ্গারা যেমন এদেশে তাদের প্রাণ রক্ষার জন্য এসেছে, ঠিক তারা তাদের ঈমান রক্ষার জন্য আমাদের দেশে আশ্রয়গ্রহণ করেছে। সুতরাং রোহিঙ্গা মুসলমানদের ঈমান বিনষ্টের সকল পথ সরকারকে বন্ধ করতে হবে। রোহিঙ্গা শরণার্থী শিবিরে নবনির্মিত মসজিদ, মাদ্রাসা ও মক্তবগুলো যাতে অক্ষত থাকে সে ব্যাপারে সরকারকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। বিদেশী এনজিওদের প্ররোচনায় যদি কোন মসজিদ-মাদরাসা কিংবা মক্তবের উপর আঘাত আসে তাহলে এদেশের ইসলামী জনতা তা প্রতিহত করবে। জমিয়ত নেতারা আরো বলেন বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতির দিকে। সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তাহলে দেশের মধ্যে অপরাধ প্রবণতা সর্বোগ্রাসী রূপ ধারণ করবে, যার খেসারত সরকারকেই বহন করতে হবে। গতকাল ১৪ই অক্টোবর শনিবার সকাল ১০টায় পল্টনস্থ দলীয় কার্যালায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে দলের শীর্ষ নেতৃবৃন্দ উপরিউক্ত কথাগুলো বলেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহ-সভাপতি মাওলানা শায়খ জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন দলের মহাসচিব আল­ামা নূর হোছাইন কাসেমী, সহ-সভাপতি মাওলানা জহিরুল হক ভূইয়া, মাওলানা আব্দুর রব ইউসুফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল­াহ ফারুক, যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজীজ, মাওলানা নাজমূল হাসান, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মোহাম্মাদ উল­াহ জামী, মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম, সহকারী মহাসচিব মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুল হক কাউছারী, মাওলানা আব্দুল বছির, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা মাহবুবুল­াহ, মাওলানা আব্দুল­াহ আল হাসান, অর্থ সম্পাদক মুফতী মুনির হুসাইন, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন ।



 

Show all comments
  • Kamal ১৫ অক্টোবর, ২০১৭, ১:০৮ পিএম says : 0
    NGOs can do their functions freely. But the Islamic Organisations face various problems to perform their duties. Unluckily some persons of media are trying to misguide the people. Govt should play role to save the refugees from converting to other religion.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ