Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়পুরার মির্জারচরে আ’লীগ দুই গ্রুপে সংঘর্ষ আহত ১০ গ্রেফতার ২

| প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে : নির্বাচনী বৈরিতা ও গ্রাম্য মোড়লীপনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যানের সমর্থকরা পরাজিত চেয়ারম্যানের বাড়ী ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। এসময় প্রতিপক্ষের হামলায় কমবেশী ১০ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে পরাজিত চেয়ারম্যান ফারুকুল ইসলাম (৩৭) তার সমর্থক মকবুল হোসেন (৩৯), অপু (১৭), রায়হান (১১) নামে ৪ জনের নাম ঠিকানা জানা গেছে। গতকাল শনিবার ভোরে রায়পুরার দুর্গম চরাঞ্চলের মির্জারচর ইউনিয়নের মির্জারচর গ্রামে এই হামলার ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে রায়হান নামে এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে আহত পরাজিত চেয়ারম্যান ফারুকুল ইসলাম ও অপু নামে দুই জন। 

জানা গেছে, ২০১৬ সালের ৭ মে অনুষ্ঠিত মির্জাচর ইউনিয়ন পরিষদের নির্বাচনে মির্জারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ফিরুজ মিয়ার পুত্র ফারুকুল ইসলামের সাথে আওয়ামী লীগ নেতা জাফল ইকবাল মানিকের প্রতিদ্ব›দ্বীতা হয়। এসময় ভোটকেন্দ্রে গোলযোগের কারণে শান্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। পরবর্তীতে গত ১৩ জুলাই স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৬৫ ভোট বেশী পেয়ে জাফর ইকবাল মানিক বিজয়ী হন। নির্বাচনের পরদিন বিজয় মিছিল নিয়ে চেয়ারম্যান সমর্থকরা পরাজিত প্রার্থী ফারুক মিয়ার বাড়ীতে হামলা চালায়। ব্যাপক ভাংচুর করে এবং ৫ জনকে পিটিয়ে আহত করে। এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে মির্জারচর ইউনিয়নে দুই গ্রæপের মধ্যে দ্ব›দ্ব কলহ চলে আসছে। গতকাল শনিবার সকালে ইকবাল নামে ফারুকের এক সমর্থককে মির্জারচর বাজারে তার দোকানে যাবার পথে তার পথরোধ করে মোবাইল সেট নিয়ে যায়।
এসময় প্যানেল চেয়ারম্যান জিতু মিয়া ঘটনাটি জানতে পেরে মোবাইল ছিনতাইকারীকে চর থাপ্পড় দিয়ে দিয়ে মোবাইল সেটটি উদ্ধার করে দেয়। এই ঘটনা জানাজানি হবার পর ইউপি চেয়ারম্যান মানিকের সমর্থকরা সংঘটিত হয়ে ফারুকুল ইসলামের বাড়ী ঘেরাও করে হামলা চালায়। তারা কমবেশী শতাধিক বাড়ীঘর ভাংচুর করে। এসময় হামলকারীদের হাতে আহত হয় ফারুকুল ইসলামসহ ১০ ব্যক্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ