Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় মানববন্ধন

| প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়ার ঘোপালে সরকারি রাস্তাা ও লেক দখলে নিয়ে কারখানা করার অভিযোগে পিএইচপি গ্রæপের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত শুক্রবার বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার ঘোপাল ইকবাল সিএনজি পা¤েপর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নিজকুঞ্জুরা এবং দৌলতপুর গ্রামের শতশত জনগন অংশ নেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে পিএইচপির গ্রæপর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় শতাধিক এলাকাবাসী গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ ফেনী জেলা প্রশাসক বরাবর দাখিল করে। অভিযোগের আলোকে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামের দেড়শ’ একর জায়গা পিএইচপি কো¤পানি তাদের নিজস্ব কারখানা তৈরির জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বায়না সূত্রে ক্রয় করে টিনের বেড়া দিয়ে সীমানা তৈরি করে। ওই সীমানার ভেতর গ্রামের লোকজনের আসা-যাওয়ার দুই কিলোমিটারের ১২ ফুট প্রস্থের একটি সরকারী রাস্তা ছিল। পিএইচপির মাঠ পর্যায়ের কর্মকর্তারা ওই রাস্তাটি গত কয়েকদিন আগে রাতের অন্ধকারে এক্সক্যাভেটর মেশিন দিয়ে কেটে তাদের সীমানার সাথে একত্রিত করে ফেলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ