Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দ গোলামুর রহমানের খোশরোজ অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মাইজভান্ডার দরবারের প্রাণপুরুষ শাহসূফী সৈয়দ গোলামুর রহমানের দুইদিনব্যাপী খোশরোজ অসংখ্য ভক্তজনতার অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার ব্যবস্থাপনায় গতকাল (শনিবার) খোশরোজের প্রধান দিবসে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত করেন মাইজভান্ডার দরবারের সাজ্জাদানশীন শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী। মাহফিলে সভাপতির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, নিপীড়িত মজলুম মানুষের উজ্জীবনের প্রেরণা ও ঠিকানা মাইজভান্ডার দরবার। ভক্ত জনতা নানাভাবে এ দরবারে গিয়ে উপকৃত হয়ে আসছেন। তিনি বলেন, সৈয়দ গোলামুর রহমান আজীবন মানুষের সেবা ও কল্যাণে নিজেকে উৎসর্গিত করেন। 

খোশরোজ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন। আলোচনায় অংশ নেন আনজুমানে মাইজভাÐারীয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট ওয়াজউদ্দীন মিয়া, সহ-সভাপতি কবির চৌধুরী, সাধারণ সম্পাদক আলমগীর খান, সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব কাজী মহসীন চৌধুরী, মাওলানা মুফতী বাকী বিল্ল­াহ আল-আযহারী, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, মাওলানা বাকের আনসারী, মাওলানা আব্দুস ছাত্তার, বোরহান উদ্দিন, কাজী মুহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ