Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

সরকার আবারও ভোটারবিহীন নির্বাচনের ষড়যন্ত্র করছে - আবদুল্লাহ আল নোমান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, আওয়ামী লীগ সরকার আবারও ভোটারবিহীন নির্বাচনের ষড়যন্ত্র করছে। সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং নেতাকর্মীদের নামে গ্রেফতারী পরোয়ানা জারি করে নির্বাচন থেকে দূরে সরে রাখার অপচেষ্টা চালাচ্ছে। গতকাল (শনিবার) নগরীর নাসিমন ভবনস্থ বিএনপি কার্যালয় চত্বরে জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম উত্তর জেলার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আবদুল্লাহ আল নোমান বলেন, সরকারের সকল অপচেষ্টা বুমেরাং হয়ে যাবে। বিএনপি সঠিক সময়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারেকে বাধ্য করবে। তিনি বলেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় সব জিনিসের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারের সাথে দ্বি-পক্ষীয় আলোচনায় কোন সমস্যার সমাধান হবে না। জাতিসংঘের মধ্যস্থতায় ত্রি-পক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও মহিলা দলনেত্রী নারগিস আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সোলতানা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস.এম. ফজলুল হক, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নূরী আরা সাফা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ