Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শালিখায় বন্দুকযুদ্ধে অজ্ঞাত ডাকাত নিহত, আস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরার শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।ে এ সময় এসআইসহ পুলিশের ৫ সদস্য আহত হয়।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, বুধবার দিবাগত রাত ১-৪৫ মিনিটের দিকে মাগুরা-যশোর মহাসড়কের রামকান্তপুর এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশ ও পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাতরা পিছু হটলে এলাকাবাসীর সহায়তায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক ডাকাতকে উদ্ধার করে মাগুরার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার কাছ থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। গুলি বিনিময় কালে পুলিশের এসআই নাছিরসহ ৫ সদস্য আহত হয়। পুলিশ নিহতের পরিচয় জানাতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ