Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান বিচারপতির বক্তব্যে প্রমাণ হয়েছে সরকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করছে মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান বিচারপতির বক্তব্যে প্রমাণ হয়েছে সরকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করছে। এতে বিএনপির বক্তব্য সঠিক প্রমাণ হলো।
গতকাল (শনিবার) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, সা¤প্রতিক ঘটনা প্রমাণ করে খালেদা জিয়ার মামলা দ্রæত নিষ্পত্তি করে সাজা দিতে চায় সরকার। কিন্তু এতে কোনো লাভ হবে না বরং সরকারকেই এর চরমমূল্য দিতে হবে। চলতি সপ্তাহেই খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলেও সাংবাদিকদের জানান তিনি। নির্বাচন কমিশনে সংলাপের বিষয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান কমিশনের ওপর বিএনপির আস্থা নেই। সংলাপে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক সরকারের ধারণা দেবে।
নির্বাচনী সংলাপে বিএনপির কারা অংশ নিবে জানতে চাইলে দলটির মহাসচিব বলেন, সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে রোববার (আজ) নির্বাচন কমিশনের সংলাপে বসবে বিএনপি। বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এই সংলাপের সময়সূচি নির্ধারিত রয়েছে। ইসি সংলাপের প্রতিনিধি দলে কারা থাকবেন, কত সদস্যের হবে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, আমাদের স্ট্যান্ডিং কমিটির সব সদস্যরা যাচ্ছেন। ইসি থেকে সংলাপের আমন্ত্রণে ১০ জনের প্রতিনিধি দলের কথা উল্লেখ করার বিষয়টি স্মরণ করিয়ে দিলে মির্জা ফখরুল বলেন, ওইটা আমরা চিঠি দিয়েছি, আমাদের স্থায়ী কমিটির যতজন সদস্য তারা যাবেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ১৯টি পদের মধ্যে বর্তমানে ১৬ জন দায়িত্বে রয়েছেন। এরা হচ্ছেন- চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জে. (অব) মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মহাসচিব), আমীর খসরু মাহমুদ, সালাহউদ্দিন আহমেদ। এর মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে রয়েছেন। সালাহউদ্দিন আহমেদ বর্তমানে ভারতে একটি বিচারাধীন মামলায় সেখানে অবস্থান করছেন। তরিকুল ইসলাম, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া অসুস্থ রয়েছেন। আ স ম হান্নান শাহও স্থায়ী কমিটির সদস্য ছিলেন, যিনি গত বছর মারা গেছেন।
বিএনপি মহাসচিব বলেন, আমরা কাল (রোববার) ইলেকশন কমিশনের সংলাপে যাচ্ছি। সেখানে আমাদের বক্তব্য লিখিত আকারের উপস্থাপন করব। যে কথাগুলো আমরা এতদিন ধরে বলে আসছি, সেই কথাগুলো আমরা বলব। নাউ ইট ইজ দ্যা টার্ন অব ইলেকশন কমিশন। তারা কিভাবে রি-অ্যাক্ট করে, তাদের দায়িত্ব। বিএনপির লিখিত বক্তব্য গণমাধ্যমকেও দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে পরামর্শ পেতে গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসার মধ্য দিয়ে শুরু হয় নির্বাচন কমিশন সংলাপ। এর ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পর ২৪ আগস্ট থেকে শুরু হয় নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ