রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পুলিশের লাঠিচার্জ আহত ১৫
সিদ্ধিগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিদ্ধিরগঞ্জে তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্টস শ্রমিকরা। এসময় শ্রমিকরা নারায়নগঞ্জ - ডেমরা সড়কের সাইলো গেইট এলাকায় আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে। পুলিশ বিক্ষোভ কারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে। এসময় কমপক্ষে ১৫ শ্রমিক আহত হয়েছেন। শনিবার সকাল ৯টায় রানস এ্যাপারেলস ও ওল্ড টাউন গার্মেন্সের শ্রমিকরা এঘটনা ঘটায়।
জানায় যায়, সিদ্ধিরগঞ্জের একই মালিকের রানস এ্যাপারেলস ও ওল্ড টাউন ্গার্মেন্টসের দেড় সহস্রাধিক শ্রমিক কাজ করে। গত তিন মাস ধরে শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে। শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর জানতে পারে যে আজও বেতন দেয়া হবে না। পরে শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসে। শ্রমিকরা নারায়নগঞ্জ-ডেমরা সড়কের সাইলো গেইট এলাকায় সড়কে টায়ারে আগুন ধরিয়া বিক্ষোভ করতে থাকে। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের ছাত্র ভঙ্গ করে দেয়।পুলিশের লাঠিচার্জে সোহেল (২৬), বিলকিস(২২), সখিনা(২৫),জাহানারা(২২), ইলিয়াস (২৫), রাজিয়া (২৭)সহ কমপক্ষে ১৫জন আহত হয়েছে। পরে শ্রমিকরা গার্মেন্টেসের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। দুই ঘন্টা শ্রমিকদের সাথে আলোচনা করে রবিবার বেতন পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকরা চলে যায়। এব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।