Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়িয়াল খাঁ নদে জমজমাট নৌকা বাইচ

| প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম কলেজের সৌজন্যে নতুন আন্ডার চর গ্রামে আড়িয়াল খাঁ নদে জমকালো আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অর্ধশতাধিক নৌকা এতে অংশগ্রহন করে। আর কালকিনি উপজেলার সর্ববৃহৎ নৌকা বাইচ দেখতে নদীর ২পাড়ে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহনকারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রিজ টিভি সহ বিভিন্ন পুরস্কার বিতরন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। সাহেবরামপুর এলাকার ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি কামরুল আহসান সেলিমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক নাইরুল ইসলাম দুলাল চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন সহ স্থানীয় নের্তৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ