রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারায় নতুন ভোটারদের ছবি তোলার কাজ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে উপজেলার বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কাজের সূচনা করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ১১টি ইউনিয়নের সব কটি ওয়ার্ডের নতুন নিবন্ধিত ভোটারদের ছবি তোলা হবে। ইতিমধ্যে ভোটারদের ছবি তোলার কাজের প্রস্তুতি ও আনুসঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছে। জানা যায়, ১৩ ও ১৪ অক্টোবর বারশত ইউনিয়ন, ১৫ ও ১৬ অক্টোবর বটতলী ইউনিয়ন, ১৭ ও ১৮ অক্টোবর জুঁইদন্ডী ইউনিয়ন, ১৯ ও ২০ অক্টোবর বৈরাগ ইউনিয়ন, ২১ অক্টোবর চাতরী ইউনিয়ন, ২২ ও ২৩ অক্টোবর বরুমচড়া ইউনিয়ন, ২৪ ও ২৫ অক্টোবর বারখাইন ইউনিয়ন, ২৬ ও ২৭ অক্টোবর পরৈকোড়া ইউনিয়ন, ২৮ ও ২৯ অক্টোবর হাইলধর ইউনিয়ন, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর রায়পুর ইউনিয়ন, ২ নভেম্বর আনোয়ারা সদর ইউনিয়নে নিবন্ধনকৃত ভোটারদের ছবি তোলা হবে। এছাড়া ৩ ও ৪ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে বাদ পড়া নিবন্ধিত ভোটারদের ছবি তোলা হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন,শুক্রবার থেকে নিবন্ধিত ভোটারদের ছবি তোলার কাজ শুরু হয়েছে। এ কাজ আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।