Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় ভোটারদের ছবি তোলা চলছে

| প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারায় নতুন ভোটারদের ছবি তোলার কাজ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে উপজেলার বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কাজের সূচনা করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ১১টি ইউনিয়নের সব কটি ওয়ার্ডের নতুন নিবন্ধিত ভোটারদের ছবি তোলা হবে। ইতিমধ্যে ভোটারদের ছবি তোলার কাজের প্রস্তুতি ও আনুসঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছে। জানা যায়, ১৩ ও ১৪ অক্টোবর বারশত ইউনিয়ন, ১৫ ও ১৬ অক্টোবর বটতলী ইউনিয়ন, ১৭ ও ১৮ অক্টোবর জুঁইদন্ডী ইউনিয়ন, ১৯ ও ২০ অক্টোবর বৈরাগ ইউনিয়ন, ২১ অক্টোবর চাতরী ইউনিয়ন, ২২ ও ২৩ অক্টোবর বরুমচড়া ইউনিয়ন, ২৪ ও ২৫ অক্টোবর বারখাইন ইউনিয়ন, ২৬ ও ২৭ অক্টোবর পরৈকোড়া ইউনিয়ন, ২৮ ও ২৯ অক্টোবর হাইলধর ইউনিয়ন, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর রায়পুর ইউনিয়ন, ২ নভেম্বর আনোয়ারা সদর ইউনিয়নে নিবন্ধনকৃত ভোটারদের ছবি তোলা হবে। এছাড়া ৩ ও ৪ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে বাদ পড়া নিবন্ধিত ভোটারদের ছবি তোলা হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন,শুক্রবার থেকে নিবন্ধিত ভোটারদের ছবি তোলার কাজ শুরু হয়েছে। এ কাজ আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ