রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ছয় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন বসুন্ধরা আই হসপিটাল ও রিচার্স ইনস্টিটিউটের চিকিৎসকরা। গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামে আয়োজিত ‘বিনামূল্যে চক্ষু চিকিৎসা’ ক্যাম্পে এ সেবা প্রদান করা হয়।
বসুন্ধরা গ্রæপ ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত বসুন্ধরা আই হসপিটাল ও রিচার্স ইনস্টিটিউট, প্রফেসর মাহবুব আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠান রেজাউর রহমান ভ‚ঁইয়া-আরশেদা খাতুন মেডিক্যাল সেন্টার ও ক্লিনিকের যৌথ উদ্যোগে এ চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়। রেজাউর রহমান ভ‚ঁইয়া-আরশেদা খাতুন মেডিক্যাল সেন্টার ও ক্লিনিকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রোগীরা বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ নেন। এ সময় অপারেশনের জন্য বাছাই করা রোগীকে ঢাকায় নিয়ে বিনামূল্যে সেবা দেয়া হবে বলে জানানো হয়। চিকিৎসা সেবা দেন বসুন্ধরা আই হসপিটাল ও রিচার্স ইনস্টিটিউটের পরিচালক (অবৈতনিক) প্রফেসর ডা. মো. সালেহ আহমেদ, প্রফেসর মো. শরীফ আহমদ, ডা. এম এ খালেক। এ সময় প্রফেসর মাহবুব আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর মাহবুব আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।