Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমুলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে। মিয়ানমারের নৃশংসতা ও বাংলাদেশে তাদের আশ্রয় দেয়া, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, ট্রাফিক আইন মানা না মানা, ফেসবুকের অপব্যবহার, অপসংস্কৃতি চর্চা, দুর্নীতিবাজ চাল ব্যবসায়ী, নারী পুরুষের সমান অধিকার, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা, পারস্পরিক সন্দেহ অবিশ^াস, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, দৃশ্যমান পদ্মাসেতু, ক্রিকেট খেলা, ট্রাফিক জ্যাম, ঐতিহ্যের জামদানী শাড়ী ইত্যাদিসহ সমসাময়িক আরো বিষয়কে প্রাধান্য দিয়েই তৈরী হয়েছে এবারের পরিবর্তন। পরিবর্তনের এই পর্বের জন্য তৈরী করা হয়েছে নতুন ৩টি গান। ১টি নাচ, দর্শক প্রতিযোগিতা পর্ব, সমাজের নানা অসংগতি ত্রæটি বিচ্যুতি নিয়ে রচিত বেশ কিছু নাট্যাংশ দিয়ে সাজানো হয়েছে এবারের পর্ব। গীতিকবি জাহিদ আকবরের কথায় সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ এর সুর ও সংগীতে একটি মডার্ন ফোক গান গাইবেন জনপ্রিয় কন্ঠশিল্পী সালমা। রবিউল ইসলাম জীবনের লেখা ১টি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন-সংগীতশিল্পী সুজন আরিফ। আর এ গানটি গাইবেন বাংলাদেশী আইডল খ্যাত প্রতিভাময়ী সংগীতশিল্পী বৃষ্টি। হাসন রাজার বহুল জনপ্রিয় ১টি গান আগুন লাগাইয়া দিলো কোনে, হাসন রাজার মনে। শ্রোতাপ্রিয় এ গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ। সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজকে নিয়ে পরিবর্তনের মঞ্চে গানটি গাইবেন আরেক জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও কন্ঠশিল্পী রেশাদ মাহমুদ। দুই দশকের দুই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুইটি গানের অংশ বিশেষের সাথে ইভান শাহরিয়ার সোহাগ এর কোরিওগ্রাফীতে সহশিল্পীদের নিয়ে জমজমাট নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী নমিরা এবং মডেল অভিনেতা আজাদ। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে দর্শক প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছে বর্তমান সময়ের উল্লেখযোগ্য কিছু বিষয় ও ঘটনা নিয়ে করা কুইজের মাধ্যমে। হজম আলী, শালা-দুলাভাই, মামা ভাগ্নে, মদন ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাঁচকাটা’ প্রেমিক-প্রেমিকা উল্টো চলা, হিট করছে, মমিন হাতেম প্রভৃতি নিয়মিত পর্বে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রæটিবিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙাত্বক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন-দিলু খান, মামুনুল হক টুুটু, আফরোজা হাসান, আশরাফ কবির, মাসুদ রানা মিঠু, তমাল মাহবুব, হায়দার আলী, আজাদ, মনা সিদ্দিক হৃদয়, উত্তম, ফারুক মল্লিক, সৈয়দ আল মামুন, নুর-এ আলম নয়ন, জাহাঙ্গীর আলম, শিউলী শিলা, শ্যামলী, টুটুল চৌধুরী, বিনয় ভদ্র, বুলবুল ভূইয়া, আনোয়ার, আল আমিন, সুমন, ছোট লিটন, রহুল আমিন প্রমুখ মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্র এবং পরিবর্তনের নিয়মিত শিল্পীবৃন্দ। সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ