প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
টেলিভিশন অভিনয় শিল্পীদের আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র দিল অভিনয় শিল্পী সংঘ। গত ১৩ অক্টোবর দেশের প্রায় পাঁচ শতাধিক অভিনয়শিল্পীকে ছবিযুক্ত পরিচয়পত্র দেয়া হয়। অভিনয় সংঘের সভাপতি শাহিদুল আলম সাচ্চু বলেন, শিল্পীদের স্বাভাবিক জীবনের নিরাপত্তার স্বার্থে এই পরিচয়পত্র ব্যবহার করা হবে। কতজন শিল্পী অভিনয় করছেন তারও একটা সঠিক হিসাব থাকবে। সবমিলিয়ে আমাদের মধ্যে একটা স্বস্তি আর শৃঙ্খলা ফিরবে এই পরিচয়পত্রের মাধ্যমে। তিনি জানান, অনেক সময় ঢাকার বাইরে থেকে শূটিং শেষে ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিল্পীদের নানা রকম হয়রানি করেন। তারা সব শিল্পীকে মুখ দেখে নাও চিনতে পারেন। এই পরিচয়পত্র সেই দুর্ভোগ থেকে শিল্পীদের রক্ষা করবে। শুধু তাই নয়, শিল্পীরা এই পরিচয়পত্রের মাধ্যমে ল্যবএইড হাসপাতাল, স্বপ্নসহ বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে বিশেষ সেবা পাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।