বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর শহরতলীর শোভারামপুর এলাকায় এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর এলাকার স্ল্যুইসগেট বাজারে ক্যারাম খেলা নিয়ে শুক্রবার সন্ধ্যায় কলেজছাত্র সোলাইমান মিয়া শিমুলকে স্থানীয় কয়েক সন্ত্রাসী পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর ৬টার দিকে তিনি মারা যান।
নিহত সোলাইমান ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি শহরের পশ্চিম খাবাসপুর এলাকায়। তার পিতার নাম ইছাহাক মিয়া। নিহত শিমুলের স্বজনদের দাবি, শোভারামপুর এলাকার চিহিৃত কয়েক মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা শিমুলকে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি। কোতোয়ালী থানার ওসি নাজিমউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিমুলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।