বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুর জেলা সংবাদদাতা : প্রধানমন্ত্রীর পদক্ষেপের জন্যই মিয়ানমার সরকার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৬৫০ জন কৃষককে প্রণোদনা দেয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।এসময় নৌমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের ৭২তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন এবং মানবিক কারণে বিশ্বের সব দেশের নেতারা মিয়ানমারের এ গণহত্যার বিরোধিতা করেছেন। মিয়ানমারের পক্ষেও যারা অবস্থান নিয়েছিলেন, তারাও উদ্বেগ প্রকাশ করেছেন।’ নৌ পরিবহন মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশ সরকার যুদ্ধ নয় শান্তিতে বিশ্বাসী। এবং সেভাবেই রোহিঙ্গা পরিস্থিতি ও সূ চির বিষয়টি তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন বলেই মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএসএ গফুর, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।