Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলের তৈরি আয়ুর্বেদিক ওষুধ সেবনে মায়ের মৃত্যু

| প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ছেলের তৈরি করা আয়ুর্বেদিক ওষুধ সেবন করে মা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ওষুধ প্রস্তুতিকারী ছেলে তানভীর উল্লাহ রাজু (৩৫) গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় অসুস্থ ফয়জুন নাহারকে (৬২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঘণ্টা খানেক পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কাফরুল থানার ওসি শামীম মোহাম্মদ সিকদার বলেন, তানভীর আয়র্বেদিক ওষুধ তৈরি করেন। তিনি মিরপুর-১৪ নম্বর সেকশনে সরকারি স্টাফ কোয়ার্টারে থাকেন। গতকাল শুক্রবার বিকালে তানভীর ও তার মায়ের পেট ব্যাথা হলে উভয়ই ওষুধ সেবন করেন। তাদের অবস্থার অবনতি হলে আশেপাশের লোকজনের সহায়তায় তাদের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ভর্তির পর ফয়জুন নাহার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ