Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকাটুলীতে ছাত্রহত্যায় ছিনতাইকারী গ্রেফতার

| প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলী এলাকার ছিনতাইকারী চক্রের মূলহোতা মো. জীবন হোসেন ওরফে লিটুকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্চের রুপগঞ্জ থানাধীন রূপসী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৩ ব্যাটালিয়ন। গত ৮ অক্টোবর ভোরে টিকাটুলিতে নিজ বাসা থেকে কয়েকশ’ গজ দুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র খন্দকার আবু তালহা (২২)। ওই ঘটনায় জড়িত থাকার বিষয়ে এলাকার শীর্ষ ছিনতাইকারী লিটু ও হিরা ও আসলামসহ পাচঁ-ছয়জনের নাম উঠে আসে। সংবাদ মাধ্যমেও বিষয়টি প্রকাশ পায়। ওয়ারী থানা পুলিশও জানায়, তালহা খুনে জড়িত সন্দেহে দুই ছিনতাইকারীকে তারা শনাক্ত করেছেন। তাদের তালিকার একজন হচ্ছেন র‌্যাবের হাতে গ্রেফতার লিটু। র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান বলেন, তালহা খুনে জড়িত থাকার বিষয়ে এলাকার ছিনতাইকারী লিটুসহ বেশ কয়েকজনের নাম গণমাধ্যমে উঠে আসে। র‌্যাব ঘটনায় ছায়া তদন্ত শুরু করে এবং ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযানে নামে। ছিনতাইকারী লিটু তালহা খুনের পর গা-ঢাকা দিয়েছিল। র‌্যাব-৩ এর চৌকষ গোয়েন্দা টিম তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে। তিনি বলেন, তালহা খুনে লিটু জড়িত থাকার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিটু ছাড়াও এলাকায় আর কারা কারা ছিনতাই কাজে জড়িত তা তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ