বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, বর্তমান প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের আদর্শ নিয়ে জীবন গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার ঘাতকের নির্মম বুলেটে প্রাণ হারানোয় দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবে না। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ জামান রুপমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি ও আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক খোন্দকার মোজাম্মেল হক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।