বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাউজানের ঐতিহ্যবাহী বিনাজুরী নবীন উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা মরহুম এ কে জাফর খানের ইন্তেকালে গতকাল শুক্রবার বিনাজুরী নবীন উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে স্কুল মাঠে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক শোক সভায় সভাপতিত্ব করেন ৬নং বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সুকুমার বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ মোহসিন চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ড. আবুল কাশেম, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব নিয়াজ মোরশেদ নিরু, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দীন খান, হেলাল উদ্দীন, ডা. সরফরাজ খান চৌধুরী, চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান, সাবেক চেয়ারম্যান সংঘপ্রিয় বড়–য়া, কাউন্সিলর নাসিমা বানু, অধ্যক্ষ অমর কান্তি দত্ত। এতে বক্তারা মরহুমের কর্মজীবনের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ ছাড়া একই দিনে মরহুমের নিজ বাড়িতে কুলখানী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।