Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত আযান প্রতিযোগিতা সমাপ্ত

| প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০১৭ গতকাল শুক্রবার ঢাকা সেনানিবাসে নৌবাহিনী ঘাঁটি হাজী মহসীন মসজিদে সমাপ্ত হয়েছে। চার দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী দিনে নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা নৌ অঞ্চলের পদস্থ কর্মকর্তা এবং বিপুল সংখ্যক নৌসদস্য উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ২৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মধ্য থেকে ক্বিরাত প্রতিযোগিতায় বানৌজা হাজী মহসীন দলের এম এস উল্লাহ, মিউজ-১ প্রথম, বানৌজা মংলা দলের এম টি ইসলাম, এলএস দ্বিতীয়, এবং বিএন ডকইয়ার্ড দলের এম রহমান, এবি তৃতীয় স্থান অধিকার করে। অপরদিকে আযান প্রতিযোগিতায় পিসিএস দলের এম এস ইসলাম, এলএস প্রথম, ও বানৌজা ঈসাখান দলের এম এস আহমেদ, মিউজ-২ দ্বিতীয় স্থান অধিকার করে। তাছাড়া এফএস দলের এম এ হামজা, এবি তৃতীয় স্থান অধিকার করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ