Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০১৮ সালের মধ্যে বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

| প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ২০১৮ সালের মধ্যে বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হবে । সেই লক্ষ্যকে সামনে রাখে আমরা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি । সারা দেশে পর্যায়ক্রমে মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন নেয়া হবে। কেরানীগঞ্জে মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন নেয়ার পাইলট প্রকল্প হাতে নেয়া হয়েছে । সারা বাংলাদেশে বিদ্যুতের গ্রাহকদের এখন প্রিপেইড মিটারের আওতায় আনা হবে। এই জন্য প্রায় ২কোটি প্রিপেইড মিটার লাগবে। প্রিপেইড মিটার দিলে গ্রাহকরা আর বিল দিতে ফাঁকি দিতে পারবে না। এতে সিস্টেম লস কমে যাবে। কেরানীগঞ্জে ৫হাজার প্রিপেইড মিটার দেয়া হয়েছে। আরো ৫৩হাজার প্রিপেইড মিটার দেয়া হবে। কক্সবাজারে রোহিঙ্গা প্রতিটি ক্যাম্পে বিদ্যুতের সংযোগের ব্যবস্থা করা হয়েছে। এছারা সেখানে আড়াই হাজারের সোলাররের ব্যবস্থা করা হবে। কেরানীগঞ্জের গৃস্থালির সমস্ত বর্জ্য দোলেশ্বরী নদীর পাড়ে নেয়া হবে। সেখানে আমরা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প খুব শীঘ্রই চালু করবো। এই প্রকল্প থেকে প্রতিদিন ১ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। বর্জ্য নেয়ার জন্য জিনজিরা ইউনিয়নে একটি পাইলট প্রকল্প শুরু করা হয়েছে । বর্জ্য নেয়ার জন্য ৪০টি গাড়ি দেয়া হয়েছে এবং এই কাজে ২’শ জন পরিচ্ছন্নকর্মী নিয়োগে করা হয়েছে। নির্দিষ্ট ডাম্পিং স্টেশন থেকে প্রতিদিন ৬টি ট্রাকে করে এই বর্জ্য দোলেশ্বর নদীর পাড়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে । ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতর ৩একর জায়গার উপর ১৭৫কোটি টাকা ব্যয়ে একটি আইট পার্ক নির্মাণ করা হবে। ঝিলমিলের ভিতরেই একটি আন্তর্জাতিকমানের মসজিদ নির্মাণ করা হবে। কেরানীগঞ্জের শুভাঢ্যা খালসহ ১৭টি খাল ও সিংহ নদী উদ্ধার করা হবে। আগামী বিশ্বে মাথা উচু করে দাঁড়িয়ে থাকতে হলে শেখ হাসিনার বিকল্প নেই । তাই শেখ হাসিনাকে আরেকবার সুযোগ দেওয়া দরকার। তিনি গতকাল(শুক্রবার) সন্ধ্যায় কেরানীগঞ্জের জিনজিরা মনুবেপারীর ঢালে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর বহুতল বিশিষ্ট ও আবাসিক ভবনসহ ৪টি বৈদ্যুতিক উপকেন্দ্রের ভিত্তি প্রস্থর স্থাপন ও একটি বৈদ্যুতিক উপকেন্দ্র উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। পল্লী বিদ্যুত সমিতি-৪এরর্ সমিতি বোর্ডের সভাপতি মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্তকর্তা শাহে এলিদ মাইনুল আমিন , পল্লী বিদ্যুৎ সমিতি-৪এর জিএম রাবিউল হোসেন ও জিনজিার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু প্রমুখ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ