Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গারা আরাকানে ফিরে না যাওয়া পর্যন্ত আন্দোলন চলবে- রোহিঙ্গা মুসলিম বাঁচাও আন্দোলন

| প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : যতদিন মুসলিম রোহিঙ্গারা নিজ জন্ম ভ‚মি স্বাধীন আরাকানে ফিরে না যাবে, ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প নিয়ে “রোহিঙ্গা মুসলিম বাঁচাও আন্দোলন নামে” একটি মানবতাবাদী সংগঠন সম্প্রতি ঐতিহাসিক পুরান ঢাকার চকবাজারে অনুষ্ঠিত হয়। মুফতী আব্দুর রব আব্বাসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের সভাপতি- ক্বারী মাওলানা আবুল হোসাইন, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল-ফিরোজী, কামালবাগ মসজিদের সম্মানীত খতিব- মুফতি আব্দুর রব আব্বাসী, জব্বু খানম জামে মসজিদের খতিব- মুফতি আনোয়ারুল হক, মুফতি মুফিজ উদ্দিন, মুফতি দেলোয়ার হোসাইন মাইজি, মুফতি শরীফুল হক আব্বাসী ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল খালেক, হাজী জামাল নাসের চৌধুরী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা মুসলমানদের সার্বিক সাহায্য সহযোগীতা ও নিজ দেশে নাগরিত্বসহ ফিরিয়ে নেয়ার মানবিক দাবী বাস্তবায়নের লক্ষ্যে মুফতি আব্দুর রব আব্বাসীকে সভাপতি ও জামাল নাসের চৌধুরীকে সেক্রেটারী করে ৩১ সদস্য বিশিষ্ট একটি মানবাতাবাদী সংগঠনের কমিটি গঠন করা হয়। সভায় দেশব্যাপী কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী লাগাতার কর্মসূচী ঘোষনা করা হবে ইনশাআল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ