বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলা সংবাদদাতা ঃ শুক্রবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধন হয়েছে। পদাধিকার বলে প্রেসক্লাব সভাপতি জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য মন্ত্রনালয়ের সচিব মরতুজা আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১(অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন। প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল জানান, নেত্রকোনায় কর্মরত সাংবাদিকদের দীর্ঘদিনের প্রাণের দাবী ছিল জরাজীর্ণ ভবনটি ভেঙ্গে সেখানে বহুতল ভবন নির্মাণের। অবশেষে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানে তথ্য মন্ত্রনালয়ের সহযোগিতায় এক কোটি ত্রিশ লাখ টাকা ব্যয়ে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের তিন তলা ভবন নির্মাণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।