রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : পুঠিয়ায় কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গণধর্ষণের অভিযোগে তার সাবেক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী ও নির্যাতনের স্বীকার কলেজ ছাত্রীর সাবেক স্বামী শাহজাহান আলীকে (২৭) গ্রেফতার করা হয়। এর আগে এঘটনায় সাবেক স্বামী সহ তিন জনকে আসামী করে পুঠিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে পাশবিক নির্যাতনের স্বীকার ওই কলেজ ছাত্রী সে স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। নির্যাতিত ওই কলেজ ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ধর্ষণের সঙ্গে জড়িত ওই তিন বখাটে হলো, পুঠিয়ার নওয়াপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে শাজাহান আলী (২৭) একই এলাকার আছের আলীর ছেলে ফারুক হোসেন (২৫) ও আবদুল জলিলের ছেলে শামীম হোসেন (২৩) এদের মধ্যে শাজাহান আলী মেয়েটি সাবেক স্বামী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।