রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কারবালা শীর্ষক আলোচনা সভা
পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : পটিয়ায় বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে শাহাদাতে কারবালা দিবস শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পটিয়া ক্লাব রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মৌলানা নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আবু আরেফ সারতাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ইলিয়াছ শাহা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মফিজুর রহমান এতে আরোও বক্তব্য রাখেন মৌলানা মোরশেদুল ইসলাম খোরশেদ, মৌলানা শরিফ সরোয়ার, খোরশেদুল আলম, মৌলানা কুতুব উদ্দিন, নিজাম উদ্দিন, আবুল কালাম, সাংবাদিক ওবাইদুল হক পিবলু প্রমুখ।
বক্তারা বলেন, দশ-ই মহররম শাহাদাতে কারবালা দিবসকে ঈমানী অস্তিত্তে¡র স্মারক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত উল্লেখ করে বলেন, প্রাণপ্রিয় ইমামে আকবর হজরত ইমাম হুসাইন (রাঃ) অতুলনীয় মহান শাহাদাতের মধ্যেই নিহিত। সত্য ও জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের সম্মিলিত পূর্ণ মর্ম। তারা বলেন, মহান ইমামে আকবর হোসাইনের শাহাদাতের শিক্ষা ও তাৎপর্য উপলব্ধি ব্যতীত ঈমান ও দ্বীন বুঝা সম্ভব নয় এবং প্রকৃত ইসলাম ও ইসলামের নামে ছদ্মবেশী ক‚ফরীর প্রতারণার পার্থক্যও বুঝা সম্ভব নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।