Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নিজ বাসা থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর আসকার দিঘীর পাড়ে নিজ বাড়ি থেকে গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জয়নাল আবেদিন খোকন (৫০) নামে ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তিনি ওই বাসায় দীর্ঘদিন থেকে একা বসবাস করছিলেন। তার স্বজনরা জানান, এলাকার স্থায়ী বাসিন্দা খোকন সেমিপাকা বাড়িতে একা থাকতেন। বছর দশেক আগে তার সঙ্গে স্ত্রীর ছাড়াছাড়ি হয়। এরপর নি:সন্তান খোকন আরও বেশি মাদকাসক্ত হয়ে পড়েন। ভাইয়ের পরিবারের সঙ্গেও তার সুসম্পর্ক ছিল না। ডেভেলপারের কাছে জায়গা বিক্রির টাকায় চলতেন তিনি, তিন বেলা খেতেন হোটেলে। অতিরিক্ত পরিমাণে মাদক সেবন করায় দীর্ঘদিন ধরে য²া রোগেও ভুগছিলেন তিনি।
পুলিশ জানায়, প্রায় পরিত্যক্ত ঘরের ভেতরে চৌকির উপর শোয়া অবস্থার তার লাশ পড়েছিল। বুকের উপর আড়াআড়ি করে রাখা দুই হাত। শরীরের বিভিন্ন অংশ, মুখ, গলা ফুলে গেছে। ওই ঘরের আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। আশপাশের বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে খাটের উপর পড়ে থাকতে দেখেন। এরপর দরজা ভেঙে ভেতরে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশের ধারণা, অতিরিক্ত নেশাদ্রব্য খাওয়ার পর ঘুমের মধ্যে অসুস্থ হয়ে খোকন মারা গেছেন। কমপক্ষে দুইদিন আগে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছেন। তিনি আসকারদিঘীর পাড়ের আজাদ মসজিদের মোতওয়াল্লি মরহুম আমির হামজার পুত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ