Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

ময়মনসিংহে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহের পৌর এলাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ পৌরসভায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ পৌর মেয়র মো. ইকরামুল হক টিটু, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহা: ঈসরাইল হোসেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুব আলম শাওন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা শারমীন সুলতানা প্রমুখ। সৈয়দা শারমীন সুলতানা জানান, গত ২ অক্টোবর থেকে সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২, ১৩ ও ১৪ অক্টোবর পর্যন্ত পৌর এলাকার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে নিবন্ধন কাজ। এছাড়াও সদর উপজেলায় নিবন্ধনে বাদ পড়ারা আগামী ১৫ অক্টোবর স্থানীয় উদয়ন স্কুল মাঠে নিবন্ধনের সুযোগ পাবেন বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ