Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাচঁটি বিদ্যালয়কে কেন জাতীয়করণ নয় হাইকোর্ট

নেত্রকোনা-ময়মনসিংহের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনো ও ময়মনসিংহ জেলার পাচঁটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের তালিকায় অন্তভর্‚ক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের চাকরি সরকারিকরণের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহষ্পতিবার এ আদেশ দেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ৮ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হলা হয়েছে।
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ল²ীপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, একই উপজেলার আড়ালিয়া গৌরিপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের জয়নাব আক্তার, একই জেলার কেন্দুয়া উপজেলার সরিদাকান্দা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের মো. জালাল উদ্দীন, একই উপজেলার ভরাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সাইফুল আলম এবং ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার খলাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিনের করা রিট আবেদনে এ রুল জারি করা হয়। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ