Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারী সমিতির নির্বাচন আজ

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ(ঢাকা) উপজেলা সংবাদদাতা : স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির নির্বাচন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে ইতোমধ্যে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির বিভিন্ন পদে ৩৪ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। ভোটার ৩৫৮ জন। এই নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করবেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের রেকর্ড কিপার (তৃতীয় শ্রেণির কর্মচারী) এ, এইচ, এম সাইয়াদুল করিম। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রতি তিনবছর পরপর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আব্দুল ওয়াদুদ গরুর গাড়ি প্রতীক, মোঃ মোজাফ্ফর হোসেন বাবুল আনারস প্রতীক নিয়ে এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মনির হোসেন মাইক প্রতীক ও মোঃ জাহাঙ্গীর আলম বই প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। এই নির্বাচনে প্রকাশ্যে কোন প্যানেল না থাকলেও মূলত ওয়াদুদ-মনির ও বাবুল-জাহাঙ্গীর এই দুটি প্যানেলের মধ্যেই নির্বাচনে তীব্র প্রতিদ্ব›িদ্বতা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ