Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্লেড রানার টোয়েন্টি ফর্টিনাইন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রিডলি স্কটের সাই-ফাই ক্লাসিক ‘ব্লেড রানার’(১৯৮২) ফিল্মের সিকুয়েল ‘ব্লেড রানার টোয়েন্টি ফর্টিনাইন’। পরিচালনা করেছেন ‘অ্যারাইভাল’ (২০১৬) ফিল্মের জন্য খ্যাত ডেনিস ভিলনভ। ‘সিকারিও’ (২০১৫), ‘এনিমি’ (২০১৪), ‘প্রিজনার্স’ (২০১৩), ‘ইনসেন্ডিজ’ (২০১১), ‘পলিটেকনিক’ (২০০৯) এবং ‘মেলস্ট্রম’ ভিলনভ পরিচালিত অন্যান্য চলচ্চিত্র।
মূল ‘ব্লেড রানার’-এর ঘটনার তিন দশক পরের লস অ্যাঞ্জেলেস। মহানগরের পুলিশ বিভাগে ব্লেড রানার হয়ে কাজ করে অফিসার কে (রায়ান গসলিং)। ব্লেড রানারদের কাজ হল বরখাস্ত হওয়া পলাতক রেপ্লিকেন্টদের খুঁজে বের করে তাদের হত্যা করা। কে তার সর্বশেষ মিশনে এসে এমন কিছু তথ্য জানতে পারে যা বাস্তব হলে সমাজে অরাজকতা লেগে যাবে। সহায়তার জন্য একসময়ের দক্ষ ব্লেড রানার রিক ডেকার্ডকে (হ্যারিসন ফোর্ড) খুঁজে বের করতে হবে তার। কারণ ডেকার্ডের অতীতই আর কে, মানব জাতি আর রেপ্লিকেন্টদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ