প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন একটি গানে কন্ঠ দিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী তৌসিফ। ‘বল তুই বল’ শিরোনামের এই গানটি লিখেছেন তারেক বিন ফিরোজ। অপু খানের সুর ও রিয়েল আশিকের সঙ্গীতায়োজনে গানটি একটি মিক্সড অ্যালবামে থাকবে বলে জানা গেছে। তৌসিফ বলেন, আমি সাধারণতো বেছে বেছে কাজ করি। ‘বল তুই বল’ গানটির কথাগুলো আমার খুব পছন্দ হয়েছে। গানটির কথা যেমন সুন্দর তেমনি এর সুর ও সঙ্গীতায়োজন একেবারেই আলাদা। অনেকদিন পর ভালোলাগার মতো একটি কাজ করলাম। শ্রোতারা গানটি শুনে নিরাশ হবেন না বলতে পারি। গানটির গীতিকার তারেক বিন ফিরোজ বলেন, আমার লেখা প্রতিটি গানের মধ্যেই গল্প লুকিয়ে থাকে। ‘বল তুই বল’ গানটিও তেমন। তৌসিফ গানটি চমৎকার গেয়েছেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে। গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহ্র সমন্বয়ে তৈরী নতুন এই মিক্সড অ্যালবামটিতে তৌসিফ ছাড়াও দেশের জনপ্রিয় শিল্পীদের গান থাকবে বলে জানা গেছে। উল্লেখ্য, চলতি বছরের মাঝামাঝিতে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয় তৌসিফের ক্যারিয়ারের দ্বাদশ একক অ্যালবাম ‘অবশেষে’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।