Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

আরণ্যক-এর ৪৫ বছর পূর্তি উৎসব

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

জনপ্রিয় নাট্যদল আরণ্যক-এর ৪৫ বছর পূর্তিতে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। ২২ অক্টোবর শুরু হবে এই উৎসব, চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। সাত দিন ব্যাপী আরণ্যকের এই উৎসবের নাম দেয়া হয়েছে ‘পু®প ও মঙ্গল উৎসব’। এতে ভারত, ইরান ও হংকংয়ের নাট্যদল অংশ নেবে। উৎসবে মঞ্চনাটকের পাশাপাশি পথ-নাটক সেমিনার ও নাট্য মেলাও থাকছে। আরণ্যকের প্রধান মামুনুর রশীদ উৎসবের বিষয়টি নিশ্চিত করেন। দলের প্রধান স¤পাদক মান্নান হীরা উৎসবের বিস্তারিত জানিয়ে বলেন, উৎসবে আরণ্যক তাদের তিনটি মঞ্চনাটক মঞ্চস্থ করবে। এগুলো হল ইবলিশ, ময়ূর সিংহাসন ও রাঢ়াং। অন্যদিকে ভারতের ২টি নাট্যদল ২টি ও ইরান এবং হংকংয়ের নাট্যদল ১টি করে নাটক মঞ্চস্থ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ