Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেলিফিল্ম ভালোবাসার পংক্তিমালা

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

এনটিভিতে আজ দুপুর ২.৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ভালোবাসার পংক্তিমালা’। শিহাব শাহীনের চিত্রনাট্য রচনা ও পরিচালনায় এখানে অভিনয় করেছেন তাহসান, মিথিলা, অপূর্ব, মম, ইরেশ যাকের, টয়া প্রমুখ। গল্পটা একটি কনসার্টকে ঘিরে তিনটি সম্পর্কের গল্প। মেঘলা এই কনসার্টের ইভেন্ট অর্গানাইজার। সজীব তার সহকারী। মেঘলার প্রেমে পড়েছে সজীব, কিন্তু সাহস করে বলতে পারে না। এই কনসার্টে সে চেষ্টাটা করবে। অন্যদিকে তাহসান একজন বড় রকস্টার, বউ মারা গেছে। ওর মেয়ের বেবি সিটার অহনা। এই কনসার্টকে ঘিরে তাহসান মনেমনে একটা পরিকল্পনা করে। তাই কনসার্টে মেয়েকে নিয়ে অহনাকে আসতে বলে। আর অর্হ ঐ কলেজের ছাত্র। সে কনসার্টের দুইটা টিকিট কিনেছে। ওর সমবয়সী খালাতো বোন মীম। খুব কম বয়সে মীমের বিয়ে হয়েছিলো, কিন্তু ছয়মাস পরই ডিভোর্স হয়ে যায়। অর্হ’র চেষ্টা থাকে মীমকে খুশি রাখার। কনসার্টকে ঘিরে তারও আছে স্বপ্ন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ