Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিরাইয়ে জায়গা নিয়ে সংঘর্ষে আহত ১০

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গ্রামের একটি বোরো জমির মালিকানা নিয়ে সুনামগঞ্জের দিরাই পৌরসভার ঘাগটিয়া গ্রামে এক সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরশহরের ঘাগটিয়া গ্রামে বুধবার গ্রামের আব্দুর রহিম ও আশিক আলীর মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। আহতরা হলেন গ্রামের ইসকন্দর মিয়ার ছেলে আশিক মিয়া (৪০) ও সাব্বির আলী (২১), আব্দুর রহিম মিয়ার ছেলে রুমন মিয়া (১৮) ও ইমন মিয়া (২০), মৃত উকিল আলীর ছেলে আব্দুল হাফিজ (৩৫)। এরমধ্যে গুরুতর আহত আশিক আলী ও রুমন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরকে হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ