Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনারের মতবিনিময়

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : আমাদের হারিয়ে যাওয়া মূল্যবোধকে পূনর্জাগরিত করতে হবে। আদর্শ আর মানবতার সেতু বন্ধনে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সেবায় এগিয়ে আসতে হবে। স্থান কাল পাত্র ভেদে আমাদের দল মত নির্বিশেসে সব কিছুর উধ্বে উঠে সরকারী দায়িত্ব পালন করতে হবে। বৃহষ্পতিবার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সরকারের উন্নয়ন মূলক কার্যক্রম নিয়ে বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যাক্তিত্ব, সাংবাদিক ও সুধি সমাজের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজি হাসান আহম্মেদ উপরোক্ত কথাগুলো বলেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল এর সভাপতিত্বে এ সভায় আরো বক্তব্য রাখেন সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইকরামুল হক, পৌর মেয়র কশিরুল আলম, ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, কৃষি অফিসার আবুল কালাম আজাদ, প্রাণি সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা.আবু সরফরাজ হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ