Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মধুপুরে অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে মানববন্ধন

মধুুপুর ( টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মধুপুর পৌরশহরের ঐতিহ্যবাহী হাটখোলা থেকে অবৈধ দখলদার ও শর্তভঙ্গকারী সপ লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মধুপুর পৌরসভার সচেতন নাগরিক সমাজ। গতকাল বুধবার মধুপুর বাসট্যান্ডে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে মধুপুর পৌরসভার সচেতন নাগরিক সমাজের ব্যানারে বক্তব্য রাখেন বাজার কমিটির সদস্য আকবর হোসেন, মধুপুর আদর্শ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক নিজাম উদ্দিন বিএসসি ও মধুপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহাম্মেদ সজীব প্রমূখ।
মানববন্ধনে বক্তরা মধুপুরের ঐতিহ্যবাহী হাটখোলা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ ও শর্ত ভঙ্গকারী সপ লাইসেন্স বাতিলের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও শ্রেনী পেশার মানুষ বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে মধুপুর ব্রিজ থেকে মার্কেট এলাকা পর্যন্ত রাস্তার দু পাশে দাঁড়িয়ে অংশগ্রহন করে। মানববন্ধন শেষে মিছিল সহকারে অবৈধ দখলদার উচ্ছেদ ও শর্ত ভঙ্গকারী সপ লাইসেন্স বাতিলের দাবি এবং আধুনিক মডেল উন্নত হাটবাজার বাঁধাহীন ভাবে বাস্তবায়েনের দাবিতে জেলা প্রশাসককে মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ