Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের সাহায্যে নান্দাইল প্রশাসনের এগিয়ে আসার আহ্বান

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন মিয়ানমার সরকারের নির্যাতনের শিকার হয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কেউ কেউ অনিয়ন্ত্রিতভাবে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী সংগ্রহ করছেন। এতে করে ওই নগদ অর্থ ও ত্রাণসামগ্রী সত্যিকার অর্থে রোহিঙ্গা শরণার্থীরা পাচ্ছে কিনা তা নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যৌথ স্বাক্ষরে ‘রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে তহবিল গঠন’ শিরোনামে সোনালী ব্যাংক লিমিটেড, নান্দাইল শাখার হিসাব নম্বর-২০০০৫৭২৮ খোলা হয়েছে। ওই হিসাব নম্বরে স্বপ্রণোদিত হয়ে অর্থ সাহায্য দেয়ার আহŸান জানিয়েছেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ বি এম সিরাজুল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ