Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

৩ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

শাহরাস্তি (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : শাহরাস্তির দেবকরা কমিউনিটি ক্লিনিকে ৩ শতাধীক এনসিডি রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও দেবকরা কমিউনিটি ক্লিনিকের সার্বিক সহযোগীতায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংক্রামক (এনসিডি) রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরণ করা হয়। রোগীদের চিকিৎসা প্রদান করেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ মানিক লাল মজুমদার, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (কন্সালটেন্ট) ডাঃ মোঃ আহসানুল কবির। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী দিদারুল ইসলাম দেবকরা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোসাঃ ফারজানা আক্তার, পরিবার কল্যান সহকারী শাহীন আক্তার, স্বাস্থ্য পরিদর্শক আবু তাহের পাটোয়ারী, মোঃ শাহজাহান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ আবুল বাসার, শাহরাস্তি উপজেলা সিএইচসিপি সভাপতি মোঃ সাইফুল ইসলাম মানিক, মোঃ ফখরুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মোঃ আবদুল মতিন, এফপিআই মোঃ আক্তার হোসেন, স্বাস্থ্য সহকারী কোহিনুর আক্তার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ