Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ‘ইদুর দমন সফল করি, মাঠের ফসল গোলায় ভরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাসব্যাপী ইদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার এ অভিযানের শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি সাবেক ছাত্রলীগ নেতা জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা রথিন্দ্রনাথ বিশ্বাস, উপ-সহকারী কর্মকর্তা মনোজ কুমার মৃধাসহ কিষাণ-কিষাণীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইদুরে প্রতি বছর ১০-১২ লাখ মে.টন খাদ্যশস্য নষ্ট করে, টাকার মূল্যে ৭২৫ কোটি। যার কারণে মাঠের ফসল ও মূল্যবান সম্পদ রক্ষার্থে ইদুর নিধনের উপর জোর তাগিদ দেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ