রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ‘ইদুর দমন সফল করি, মাঠের ফসল গোলায় ভরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাসব্যাপী ইদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার এ অভিযানের শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি সাবেক ছাত্রলীগ নেতা জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা রথিন্দ্রনাথ বিশ্বাস, উপ-সহকারী কর্মকর্তা মনোজ কুমার মৃধাসহ কিষাণ-কিষাণীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইদুরে প্রতি বছর ১০-১২ লাখ মে.টন খাদ্যশস্য নষ্ট করে, টাকার মূল্যে ৭২৫ কোটি। যার কারণে মাঠের ফসল ও মূল্যবান সম্পদ রক্ষার্থে ইদুর নিধনের উপর জোর তাগিদ দেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।