Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ভালুকায় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার দুপুরে শ্রমিক লীগের আলোচনা সভা ও র‌্যালি বের করা হয়। নতুন বাসস্ট্যান্ড এলাকায় লুৎফে ওয়ালী রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা: এম আমান উল্লাহ এমপি , ডা: মুনাসির সাকিফ আমান উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান রব্বানী, আহসান হাবিব মোহন, ওয়াসীক আল আমিন শিপন প্রমুখ ।
অপরদিকে ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের পরিচালনায় র‌্যালিপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক কাজিম উদ্দিন আহাম্মেদ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার হক সজিব প্রমুখ। আলোচনা শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ