Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালহার হত্যাকারী ছিনতাইকারীদের দ্রুত সময়ে গ্রেফতার করা হবে -মোহাম্মদ নাসিম

| প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী আবু তালহার হত্যাকারিদের দ্রুত সময়ে মধ্য গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অপরাধীরাও দ্রæত সময়েরর মধ্যে গ্রেফতার হবে। শুধু গ্রেফতারই হবে না, বিচারও নিশ্চিত করা হবে। আমি সরকারের পক্ষ্য থেকে তালহার পরিবারকে আশ্বস্ত করছি।
গতকাল বুধবার রাজধানীর ওয়ারীর কেএম দাস লেন সড়কে নিহত তালহার বাসায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাসিম। গত রবিবার সকালে ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী আবু তালহা (২১) টিকাটুলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান।
তালহা হত্যার বিচার দ্রæত আইনে করতে স্বারাষ্ট্রমন্ত্রীর প্রতি আহŸান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এই হত্যাকান্ডের বিচার প্রয়োজনে দ্রæত বিচার আইনে নিয়ে বিচার করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আর যাতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায় এই জন্যই দ্রæত বিচার করতে হবে। এ সময়ে তিনি অপরাধের বিরুদ্ধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হবার আহŸান জানান।
এ সময়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ