Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের বোমা বিস্ফোরণে মালয়েশিয়ায় বাংলাদেশী নিহত

| প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 

স্টাফ রিপোর্টার : মালয়েশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিক নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। ওই ঘটনায় হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।
স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কুয়ালালামপুরে ‘ম্যাস র্যাপিড ট্রানজিট’ প্রকল্পের আওতায় বন্দর মালয়েশিয়া দক্ষিণ অঞ্চলে পাতাল রেলস্টেশন নির্মাণের জন্য মাটি খনন করতে গিয়ে এ বিস্ফোরণ ঘটে। আহত বাংলাদেশি শ্রমিকদের দুজন পা হারান এবং একজনের হাতে ও পায়ে জখম হয়। ঘটনায় হতাহতদের চিকিৎসার জন্য কুয়ালালামপুর হাসপাতালে পাঠান দমকল বাহিনীর একটি দল। গতকাল প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান এমএমসি গামুদার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, চিকিৎসাধীন অবস্থায় তিন বাংলাদেশির মধ্যে একজনের রাতেই মৃত্যু হয়েছে। তবে নিহত বাংলাদেশি নাম পরিচয় জানাননি তারা। নগর পুলিশ প্রধান অমর সিং বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরোনো অবিস্ফোরিত একটি বোমা থেকেই এ দুর্ঘটনা ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ