বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পেশীশক্তি ও কালো টাকার মালিকরা নিয়ন্ত্রণ করছে রাজনীতি -ইসলামী আন্দোলন
স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, পেশী শক্তি ও কালো টাকার মালিকরা আজ রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। ফলে সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি ঢুকে গেছে এ অবস্থার পরিবর্তনের জন্য সৎ, যোগ্য, দক্ষ ও আল্লাহ ভীরু নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে না দিলে সরকারের কোন অর্জনই কাজে লাগবে না। তাই যেকোন মূল্যে দেশে একটি রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরীর দায়িত্ব সরকারের। আর তা পরবর্তী প্রজন্মের খুব জরুরি। গতকাল রাজধানীর গোলাপবাগ খেলার মাঠে ২ দিনব্যাপ অনুষ্ঠিত বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা দক্ষিণ জেলার শাখার উদ্যোগে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বক্তব্য রাখেন বরেণ্য উলামা-মাশায়েখ, মসজিদের ইমাম ও খতীবগণ।
পীর সাহেব চরমোনাই বলেন, মিয়ানমারের সন্ত্রাসী জঙ্গি বৌদ্ধ ও সামরিক জান্তার নির্মমতা ও বর্বরতা অব্যাহত রয়েছে। সামিরক জান্তারা মাইকিং করে রোহিঙ্গা মুসলমানদের দেশ ছাড়তে বাধ্য করছে। মুসলিম বিশ্বকে এ ঘটনা খাটো করে দেখার সুযোগ নেই। মুসলমানদের অস্তিত্বের জন্যই এসকল চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।