Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার জেনারেলদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে -তাহফীজে হারামাইন পরিষদ

| প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: তাহফীজে হারামাইন পরিষদ বাংলাদেশ-এর সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী এক বিবৃতিতে মিয়ানমার সামরিক বাহিনীর বেসামরিক সাধারণ রোহিঙ্গাদের ওপর নির্মম নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে বলেন, রোহিঙ্গা ইস্যুতে বৃহৎ শক্তিসহ আন্তর্জাতিক মহল কর্তৃক মিয়ানমারের জেনারেলদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী আরো বলেন, আন্তর্জাতিক মহল মিয়ানমার সরকারের ওপর যে নৈতিক চাপ দিয়ে আসছে, তা’ যথেষ্ট নয়। মিয়ানমারের সীমাহীন রাষ্ট্রীয় সন্ত্রাসের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ সরকার মানবিক দৃষ্টিভঙ্গিতে রোহিঙ্গাদের স্বাগত জানিয়েছে। কিন্তু রোহিঙ্গাদের চিরদিনের জন্য বাংলাদেশে রাখতে পারবে না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, রাখাইন রোহিঙ্গাশুন্য না হওয়া পর্যন্ত মিয়ানমারের সামরিক জান্তা জুলুম-নির্যাতন বন্ধ করবে না। তিনি বলেন, অত্যন্ত বেদনাদায়ক যে, এ যাবত অসংখ্য রোহিঙ্গা মুসলিমকে হত্যা করা হয়েছে। রোহিঙ্গা অধ্যুষিত প্রায় অর্ধেক সংখ্যক গ্রাম পুড়িয়ে দেয়া হয়েছে। এ ধ্বংসযজ্ঞ এখনো অব্যাহত রয়েছে। এ কারণে হাজার হাজার রোহিঙ্গা প্রতিদিন প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ