Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাসোহারা নিয়ে মাদক ব্যবসায়ীদের সহযোগিতার অভিযোগ

| প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের এক সহকারী দারোগার মাদক ব্যবসায়ীরা সহযোগিতা করার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন ঘুরে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মধূখালী, পিতলগঞ্জ, ব্রাহ্মণখালী, গুতিয়াব, বাগবের, আলমপুরসহ বিভিন্ন গ্রামে প্রকাশ্যে মাদক কেনা বেচা চলছে। স্থানীয়দের অভিযোগ, দারোগাকে ম্যানেজ করেই চলছে মাদক বাণিজ্য। সূত্র জানায়, গুতিয়াব এলাকার মাদক স¤্রাজ্ঞী চম্পা রানী একাধিকবার মাদকসহ পুলিশের হাতে আটক হয়। একই এলাকায় আওলাদ মিয়া দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। পাশের গ্রামে মধুখালীর হুমাউনকে দিয়ে একই এলাকার আবুুুল কসাই ও নিজামদ্দিন মাদক বাণিজ্য চালাচ্ছে। পিতলগঞ্জ এলাকার মাদক ব্যবসায়ী সালাম দীর্ঘদিন যাবৎ এ ব্যবসা চালিয়ে আসছে। সূত্র জানায়, এসব মাদক স্পটে নিয়মিত যাতায়াত করেন সহকারী দারোগা আমিনুল। তাকে নিয়মিত মাসোহারা দিয়ে নির্ভিঘেœ মাদক বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি মাদক ব্যবসায়ী শাহজালালকে আটক করে ১লাখ ২০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার ঘটনায় স্থানীয় হার্ডওয়ার ব্যবসায়ী আহসানউল্লাহর মোবাইলে ধারণ করলে তাকে ভক্তবাড়ি বাজার এলাকায় প্রকাশ্যে নির্যাতন চালায় এএসআই আমিনুল। এ সময় তার ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয়। এছাড়াও গুতিয়াব এলাকার মাদক ব্যবসায়ী আওলাদকে একাধিকবার মাদকসহ আটক করে ছেড়ে দেয়ায় স্থানীয়দের ধাওয়ার পালিয়ে আসে আমিনুল। এসব ঘটনা বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এএসআই আমিনুল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এএসআই আমিনুল দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ হয়ে থাকলে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশ এ ধরনের কাজে জড়িত হতে পারে না বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ