Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে কোটি টাকার ইয়াবা উদ্ধার

| প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : টেকনাফে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৬লাখ টাকা মূল্যমানের ২৮হাজার ৬শ’ ৯০পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির হাবিলদার মোঃ নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহলদল টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ জালিয়াপাড়ার মাঠে ইয়াবা ক্রয় বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়। কিছুক্ষণ পর একটি ব্যাগ নিয়ে একজন লোক আসতে দেখে চ্যালেঞ্জ করা মাত্র ব্যাগটি ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৮৬লাখ ৭হাজার টাকা মূল্যমানের ২৮হাজার ৬শ’ ৯০পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম আরিফুল ইসলাম জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ধ্বংস করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ